দেড় মাসেও খোঁজ মেলেনি পোশাক শ্রমিক নিজামের
নিখোঁজের প্রায় দেড় মাসেও মেলেনি নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাক শ্রমিক মো. নিজাম খানের সন্ধান। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন তার পরিবারের সদস্যরা।
নিজামের স্ত্রী ফাতেমা আক্তার জানান, গত ১৭ জুন বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। পরে ২০ জুন ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তিনি। তবে এখন পর্যন্ত পুলিশ তার কোনো সন্ধান দিতে পারেনি।
ফাতেমা জানান, নিজাম ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের ন্যায় ১৭ জুন সকালে দুপুরের খাবার সঙ্গে নিয়ে কাজে যায়। পরবর্তীতে বাসায় না ফিরলে পরের দিন তার কর্মস্থানে গিয়ে খবর নিয়ে জানতে পারি সে ওইদিন বিকালে পারিবারিক সমস্যার জন্য গ্রামের বাড়ি যাবে বলে রিজাইন লেটর দিয়ে কর্মস্থান ত্যাগ করে। এর পরের দিন ২০ জুন ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করি।
তিনি আরও জানান, নিখোঁজের একদিন আগে আমার সাথে ও তার মায়ের সাথে টাকা নিয়ে কথা কটাকাটি হয়। কিন্তু এর জন্য বাড়ি থেকে বের হবার কথা না। তবে অভিযোগ রয়েছে এর আগেও বাড়ি থেকে বের হয়েছিল কিন্তু দু’দিনের বেশি থাকেনি। এদিকে পোশাক শ্রমিক নিজামের একমাত্র পুত্র আলিফ খান (৬) সারাদিন বাবার অপেক্ষায় চেয়ে আছে।
ফাতেমা বলেন, দুইবার পুলিশ ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান জানতে পারি। সে পাগলা কুতুবপুর এলাকায় আছে। প্রথমবার তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের সঙ্গে আমরাও যাই কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। এর কিছুদিন পর আবারও তার অবস্থান জানার পর তার সন্ধানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরি। এরপর থেকে তার দু’টি নাম্বারই বন্ধ হয়ে আছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করছি, ইচ্ছা করেই ওই ব্যক্তি আত্মগোপনে আছেন। তারপরও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”





































